Posts

Showing posts from March, 2015

বরই বিক্রেতা ও আমাদের ক্রিকেট

Image
‘এই ব্যবসার মাকে_ *দি’ হঠাৎ বিশ্রী গালি শুনে তাকাতেই গোলাকার একটা জটলার একদিকে গালিবাজকে দেখা গেল। ছোট্ট গাট্টা-গোট্টা চেহারা। কোমরে গামছা বাঁধা। মাঝে মাঝেই সে ব্যবসায়ের মাকে ইয়ে করতে চাচ্ছিল। তিন/চারটা কথার মাঝখানেই সেই ভয়াবহ গালিটা ব্যবহার করছিল। ‘কি জঘন্য লোকটা’ ভেবে আমি দুরেই দাঁড়িয়ে ছিলাম। নৈলে এমন নোংরা গালি কেউ দেয়। আমি অফিসে যাওয়ার গাড়ীর জন্য অপেক্ষা করছি। ইতোমধ্যে অনেক লোক জুটে গেছে। লোকটা বড়ই বিক্রতা। ফুটপাতের নিচে টুলে বসে ঝাকাতে করে বড়ই বিক্রি করাদের একজন। একটু উঁকি দিতেই ঝাকার সামনের দিকে ছিটিয়ে থাকা বেশ কিছু বড়ইও দেখা গেল। কয়েকজন ধুলা-মাখা সেই বড়ই গুছিয়ে দিচ্ছিল। ফুটপাতের ধুলা-ময়লার মেকাপে সেই বড়ইয়ের যা চেহারা তাতে ফ্রিতেও কেউ খাবে বলে মনে হলনা। ওদের পাশেই আমি গাড়ীতে উঠে বসলাম। আমার পাশেও একজন বসলেন।একসময় আমি জিজ্ঞাসা করলাম ভাই, ‘ওর বড়ই কে ফেলে দিছে’? ‘উনি নিজেই ফেলে দিছেন’। ‘বলেন কি’? আমি উৎসুক হলাম। সে যা বল্ল তার সংক্ষেপঃ কয়েকটা ছেলে এসেছিল বড়ই কিনতে, এসেই বড়ই দেখতে দেখতে খাওয়া শুরু করে দেয়, চার/পাচজন মিলে এই কাজ করছিল আর দরদাম করছিল। হঠাৎই বড়ই বি...

কিছু দারুন বিজ্ঞাপন আছে আছে যা পীড়া দেয়

দফা

এসিআই পিওর আটা (ACI Pure Atta) এটা কিভাবে করতে পারল?

Image
ভারতের নামকরা প্রতিষ্ঠান জেনারেল মিলস ইন্ডিয়ার  Pillsbury' আটার বিজ্ঞাপনকে কপি করে বাংলাদেশের বিখ্যাত আর নামকরা প্রতিষ্ঠান ACI Group তাদের ACI Pure Atta- এসিআই পিওর আটা 'র বিজ্ঞাপন বানিয়েছে। লজ্জার বিষয় হল এখানে কি আইডিয়া, কি ঘটনা কি শ্লোগান সবকিছুই কপি করা। 'সফট খাও, সফট বল' হুবহু হিন্দি থেকে বাংলা করা। পিলসবুরির বিজ্ঞাপনে মেয়েটা স্কুটারের গ্লাস ভাংগে আর  আমাদের এসিআইএর বিজ্ঞাপনে ছেলেটা সেই গ্লাসই ভাংগে যথা রীতি সেই মোটরসাইকেলেরই।  আইডিয়ার এমন দৈন্যতা আমার কাছে এটা খুব-ই হতাশার।  Executive Producer: Rebeka Sultana Binti Director: Towhid Mitul Client: ACI Group DOP: Lawrence Apu Rozario Cast: Tanjum Ara Polly, Abdullah Rana & Mahin

এনসিসি ব্যাংকের নতুন লোগো- New Logo of NCC Bank Bangladesh

Image
ন্যাশনাল কমার্স এন্ড ক্রেডিট ব্যাংক বাংলাদেশের গতিশীল ব্যাংকের মাঝে একটি। অনেক দিন ধরে তারা তাদের লোগো হিসাবে চালিয়ে আসছিল। সম্প্রতি তারা নতুন লোগো সাথে নতুন শ্লোগান নিয়ে এসেছে।  লোগোর ব্যাখ্যাঃ দুটো C দিয়ে একটা বৃত্তাকার (৩৬০ ডিগ্রী) বা পূর্ণতা বুঝিয়ে তার মাঝে N ফুটিয়ে তোলা হয়েছে। এখানে NCC শব্দগুলো নিয়ে আসা হয়েছে। একই সাথে গতি, দ্রুততা ও নির্ভরশীলতা ফুটিয়ে তোলা হয়েছে।  NCC Bank New Logo আগে ছোট লোগো হিসাবে নিচের লোগো ব্যবহার করত NCC Bank.  NCC Bank Old Logo আর বিভিন্ন প্রকাশনাড় তারা বড় লোগো হিসাবে নিচের লিড বোর্ড লোগো ব্যবহার করত। পুর্বে তারা  'Where Credit and Commerce Integrates শ্লোগান  ব্যবহার করে এসেছিল। এই শ্লোগানের মাঝে 'ক্রেডিট' আর 'কমার্স' কথা ছিল।